
১ ডিসেম্বর ২০২২ আজ বিজয়ের মাসের প্রথম দিন। বাঙ্গালি জাতির ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণ-মানুষের কাঙ্খিত বিজয়ের মাসের প্রথম দিনে দেশবাসীকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। পাকিস্তানের প্রায়োপনিবেশিক শাসন-শোষণের যাঁতাকল থেকে বাঙ্গালি জাতির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যে লাগাতার সংগ্রাম শুরু করেছিলেন সেই দুর্গম যাত্রায় দেশের মানুষ যোগ দিয়েছিলেন। এ কারণে যারা ঘরছাডা হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, তাঁদের সবাইকে এই বিজয়ের মাসে কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের গর্বের ইতিহাসকে নিবিড় চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, কুসংস্কারমুক্ত, শিক্ষিত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে — এই দিনে এটাই আমাদের প্রত্যাশা। উপরিউক্ত লক্ষ্যে আজকের এই দিনটিকে জাতীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ডা. এস এ মালেক সভাপতি ও অধ্যাপক আ ব ম ফারুক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু পরিষদ।
আপনার মূল্যবান মতামত দিন: