odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st December 2025, ১st December ২০২৫

মাধ্যমিক স্কুলে ভর্তির ফল প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ১৩ December ২০২২ ০৯:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ December ২০২২ ০৯:৫৭

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই ফলাফল প্রকাশ করেন। 
ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাচ্ছে। 
এগুলো হলো-টেলিটক মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd I‡qemvBU ​​​​​​​ ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। 
ডিজিটাল লটারির অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর ভর্তির জন্য অনলাইন ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল প্রকাশের জন্য একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভূল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। 
আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল দুই হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে। এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার তথ্য জানিয়েছিল মাউশি।
গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য, সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।



আপনার মূল্যবান মতামত দিন: