 
                                চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর ২০২২ : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত।
প্রথম দিন শেষে ৯০ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান করেছিলো ভারত। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে ১২৬ রান যোগ করে  টিম ইন্ডিয়া।
দিনের অষ্টম ওভারের শেষ বলে ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ারকে ৮৬ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন।  আগের দিন ৮২ রানে অপরাজিত ছিলেন   আইয়ার।
অষ্টম উইকেটে কুলদীপ যাদবকে নিয়ে ২০০ বলে ৮৭ রান যোগ করেন রবীচন্দ্রন অশি^ন। ৫৮ রান করে মিরাজের বলে আউট হন অশি^ন।
তাইজুলের চতুর্থ শিকার হয়ে ৪০ রানে থামেন কুলদীপ। শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজকে ৪ রানে থামিয়ে ভারতের ইনিংস শেষ করেন মিরাজ। ২টি ছক্কায় ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন উমেশ যাদব।
বাংলাদেশের তাইজুল ১৩৩ রানে ও মিরাজ ১১২ রানে ৪টি করে উইকেট নেন। এবাদত ৭০ ও খালেদ ৪৩ রানে ১টি করে উইকেট শিকার করেন।

-2018-07-14-07-36-53.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                            .jpg) 
                                             
                                            .jpg) 
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: