odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

রিজভী-শিমুলসহ বিএনপির ১৬১ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর

odhikarpatra | প্রকাশিত: ১৯ December ২০২২ ০৬:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ December ২০২২ ০৬:৩৭

 

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২২ : পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের ১৬১ জন নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে এই জামিন নামঞ্জুর করেন।
বিএনপির ১৬১ নেতাকর্মীর জামিন চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করে । এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১৬১ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে।
গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিতে একজন নিহত হয়। আহত হয় অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়।
সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে দু’হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করে।



আপনার মূল্যবান মতামত দিন: