odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

কুষ্টিয়া থেকে জামায়াত মনোনীত প্রার্থীর ব্যবসা–কৃষি আয় মিলিয়ে বছরে সাড়ে ৯ লাখ টাকা

odhikarpatra | প্রকাশিত: ২ January ২০২৬ ২০:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২ January ২০২৬ ২০:৩৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

কুষ্টিয়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় প্রায় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা

হলফনামার তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজার পেশা ব্যবসা ও কৃষিকাজ। কৃষি খাত থেকে তিনি বছরে ৫৫ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় করেন। তবে তিনি কোন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত—সে বিষয়ে হলফনামায় বিস্তারিত উল্লেখ নেই।

সম্পদের বিবরণে দেখা যায়, তার হাতে নগদ রয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে মোট ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এছাড়া তার মালিকানায় থাকা মোটরযানের মূল্য প্রায় ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা

স্থাবর সম্পদের মধ্যে মুফতি আমির হামজার নামে রয়েছে একটি ভবন ও একটি অ্যাপার্টমেন্ট। ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্টের মূল্য ২০ লাখ টাকা। পাশাপাশি তার মালিকানাধীন ০.৭৮ একর কৃষিজমির মূল্য প্রায় ১১ লাখ ৪৭ হাজার টাকা

হলফনামায় তার পরিবারের সম্পদের তথ্যও উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে যথাক্রমে প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা এবং ৬ লাখ টাকা। স্ত্রীর মালিকানায় রয়েছে ১০ ভরি সোনার গয়না, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা, এবং ১২ কাঠা কৃষিজমি

সব মিলিয়ে মুফতি আমির হামজার ঘোষিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার মাধ্যমে এসব তথ্য প্রকাশ্যে এসেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: