ঢাকা | বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে জাতিকে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির ভেতরে অনৈক্য থাকলে কোনো জাতিই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—
“একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির ভেতর অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, সমাজে চিন্তার ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি তার পোস্টে হিংসা ও বিভেদ পরিহার করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন—
“আসুন, আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি।”
পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা পোস্টটিকে জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আহ্বান হিসেবে দেখছেন।


আপনার মূল্যবান মতামত দিন: