odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

দামেস্কোতে ইসরায়েলের রাতভর গোলাবর্ষণ : সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম 

odhikarpatra | প্রকাশিত: ২১ December ২০২২ ০৮:২৫

odhikarpatra
প্রকাশিত: ২১ December ২০২২ ০৮:২৫

 

দামেস্কো, ২০ ডিসেম্বর, ২০২২  : সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল রাতভর দামেস্কো এলাকায় কামানের গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গণমাধ্যম আরো জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সিরিয়ার  সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, ‘দামেস্কোর খুব কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
সিরিয়ার মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি’ জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাদের অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। হামলায় দু’জন নিহত হয়।

 

বাসস/এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: