odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

পুরান ঢাকার সংগঠক বীরমুক্তিযোদ্ধা ইয়ার মোহাম্মদ ইয়ারুর ইন্তেকাল

odhikarpatra | প্রকাশিত: ২২ December ২০২২ ০৪:২১

odhikarpatra
প্রকাশিত: ২২ December ২০২২ ০৪:২১

পুরান  ঢাকার লক্ষী বাজার পঞ্চায়েত কমিটির সভাপতি, 
১৯৭২-৭৫ সালের সরকারি শহীদ সোরাওয়ার্দী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা 
 
পুরান ঢাকার কৃতি সন্তান,  ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, 
 
লক্ষীবাজার শাহী মসজিদের 
 সাবেক  যুগ্ন - সাধারণ সম্পাদক ও
 ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট গ্রেগরী   স্কুলের সাবেক অভিভাবক প্রতিনিধি
 
   বীরমুক্তিযোদ্ধা ইয়ার মোহাম্মদ ইয়ারু গতকাল ১৯ ডিসেম্বর মঙলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না....  রাজিউন।
 
 মরহুমের নামাজে জানাজা  বাদ এশা লক্ষীবাজার শাহী মসজিদে অনুষ্ঠিত হয়েছে।পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
 
মরহুমের পরিবার তার  আত্নার মাগফে
রাত কামনায়  সকল আত্নীয় স্বজন বন্ধুবান্ধবদের
 কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: