
কোয়েটা (পাকিস্তান), ২৯ জানুয়ারি, ২০২৩ : পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে এতে আগুন ধরে যায়। সরকারের একজন কর্মকর্তা রোববার এ খবর জানিয়েছেন। খবর এএফপি’র। লাশগুলো চেনা যাচ্ছেনা বলে বেলুচিস্তানের লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আনজুম দুর্ঘটনাস্থল থেকে জানান।
আপনার মূল্যবান মতামত দিন: