ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আরো পাঁচ সদস্য বান্দরবানে আটক

odhikarpatra | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৯

বান্দরবান, ৭ ফেব্রুয়ারি, ২০২৩  : নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে এখানে আটক করেছে র‌্যাব । মঙ্গলবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন একথা জানান। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় র‌্যাবের ৯ জন সদস্য আহত হয়েছে। বান্দরবানের থানচি উপজেলায় জঙ্গিরা আবার জড়ো হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা থানচি উপজেলার রেমাক্রী ব্রীজের কাছে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে জঙ্গিরা ওই ব্রীজ পার হওয়ার সময় র‌্যাবের সাথে গুলি বিনিময় হয়। এ সময় র‌্যাব অক্ষত অবস্থায় ৫ জঙ্গিকে আটক করে । তবে, অভিযানের সময় র‌্যাবের ৯ সদস্য আহত হয়। মহাপরিচালক আরো বলেন, পাহাড় এলাকায় জঙ্গি সংগঠনকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সার্পোট দিচ্ছে। যারা তাদের সাপোর্ট দিচ্ছে তাদেরকেও র‌্যাব গ্রেফতার করেছ। তিনি আরো বলেন, আনসার আল ইসলাম, হুজিসহ বিভিন্ন সংগঠন মিলে এ নব্য সংগঠন তৈরি করেছে। সমতল ভূমি থেকে তারা পাহাড়ে এসে থাকছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পদাচারণা করতে পারে না সেসব দূর্গম স্থানগুলো তারা বেছে নিচ্ছে। মহাপরিচালক আরো বলেন, গত অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গি ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী সদস্যকে আটক করে আইনের আওতায় এনেছে। জঙ্গি-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক। স্থানীয় একটি সূত্র জানায়, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সঙ্গে যুক্ত হয়ে দেশের জেলা থেকে হিজরতের নামে বেশ কিছু সংখ্যক তরুণ ঘর ছেড়েছেন। নিরুদ্দেশ বা নিখোঁজ থাকা তরুণরা বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফের ক্যাম্পে স্থাপন করা প্রশিক্ষণ শিবিরে আছে বলে স্থানীয় সূত্রের উল্লেখ করে সংবাদদাতা জানান। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আনসার আল ইসলাম, জেএমবি ও হরকাতুল জিহাদের কিছু নেতার উদ্যোগে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ গঠন করা হয়। বিভিন্ন জঙ্গি সংগঠনের কেউ জমি কিনে, কেউ ছোট মাদ্রাসা তৈরি করে আবার কেউ এনজিও’র আড়ালে পাহাড়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন: