odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

দিনাজপুরের বিরামপুরে পুকুর ও বাড়ি থেকে সীমানা পিলার ও শীব লিঙ্গ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ২২ February ২০২৩ ০৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২২ February ২০২৩ ০৭:৩৫

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পুকুরে মাছ ধরার সময় দিনাজপুরের বিরামপুরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোশরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শীবলিঙ্গ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার উপ-পরিদর্শক তুহিন বাবু বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অপরদিকে একই সময় উপজেলার দোশরা পলাশ বাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়।

জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় দেওয়া খবরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি সীমানা পিলার এবং একটি শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী প্রত্নতাত্তিক অধিদপ্তরে জমা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: