odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

নির্ঝরের বিরুদ্ধে সাজেদা সাজু'র ডিজিটাল নিরাপত্তা মামলা

odhikarpatra | প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২ March ২০২৩ ০৪:৫৬

ঢাকা বুধবার ১ মার্চ ২০২৩::জাওয়াদ নির্ঝর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংবাদকর্মী সাজেদা পারভীন সাজু। মামলায় তিনি বলেন, 'জাওয়াদ নির্ঝর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অত্যন্ত কুরুচিপূর্ণ, মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছেন।'

মামলার এজাহারে জানা যায়, সাজেদা পারভীন বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রীণ টিভিতে কর্মরত। অপরদিকে জাওয়াদ নির্ঝর এক সময় বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভিতে কর্মরত ছিলেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'সাজেদা পারভীন বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে থানায় উপস্থিত হয়ে মামলাটি রুজু করেন। ব্যক্তিগত নিরাপত্তা, মানহানির প্রতিকার ও দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন চেয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি রুজু করা হয়। বাদী সাজেদা পারভীন মামলার আলামত হিসেবে জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্টের লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযোজন করেছেন।'

মামলা সম্পর্কে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আরো বলেন, 'গত ২৬ ফেব্রুয়ারি জনৈক জাওয়াদ নির্ঝর নামে একটি ফেসবুক পেজ, আইডি এবং করাপশন ইন মিডিয়া নামে একটি পেজ থেকে সাংবাদিক সাজেদা পারভীনকে উল্লেখ করে অত্যন্ত কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট তথ্য পোস্ট করা হয়। যেখানে ঐ নারী সাংবাদিকের অনুমতি ছাড়া তার ছবিও ব্যবহার করা হয়। এ ছাড়া সাজেদা পারভীনের ব্যক্তিগত পাসপোর্ট ও তার নাম দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র বানিয়ে তা ফেসবুকে ছড়ানোর অভিযোগ আনা হয়।'

এজাহারে জাওয়াদ নির্ঝরকে করাপশন ইন মিডিয়া নামক ফেসবুক পেজের এডমিন এবং তার পিতা: আবু মোশাররফ হোসেন, বাড়ি: টিডিসি পাড়া, মাগুরা উল্লেখ করা হয়। জাওয়াদ নির্ঝরের পিতা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বর্তমানে পাবনার ফরিদপুর উপজেলায় কর্মরত।

মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে রমনা থানার ওসি জানান, 'যে বা যারা কিংবা যে সব পেজ থেকে জাওয়াদ নির্ঝরের ফেসবুক স্ট্যাটাসগুলো শেয়ার এমনকি লাইক, কমেন্ট করেছেন তারাও ডিজিটাল নিরাপত্তা আইনের উক্ত ধারা অনুযায়ী জাওয়াদ নির্ঝরের পাশাপাশি তার সহায়তাকারী হিসেবে গণ্য হবেন। তাদের বিরুদ্ধেও অচিরেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'

এছাড়াও ওসি জানান, 'জাওয়াদ নির্ঝরের ফেসবুক আইডি ঘেঁটে জানা যায়, তিনি প্রায়ই ফেসবুকে সরকার ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এখানে অন্য কোন ইন্ধন আছে কি না তাও আমরা খতিয়ে দেখছি।'

সাংবাদিক সাজেদা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাওয়াদ নির্ঝর তার পূর্ব পরিচিত এবং তারা দুজনেই একসময় গাজী টিভিতে সহকর্মী ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: