odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

লিওনেল মেসিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ March ২০২৩ ০৯:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ March ২০২৩ ০৯:২৮

লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের শেষ কোন ক্লাবে করবেন-ফুটবল বিশ্বে এমন প্রশ্ন উঠলেই সামনে আসে নিউয়েলস ওল্ড বয়েজের নাম। আর্জেন্টিনায় মেসির জন্মশহর রোজারিওর ক্লাব এটি। শৈশবে মেসি খেলেছেন এই ক্লাবটিতেই। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এ ক্লাবে খেলার ইচ্ছার কথা এর আগে মেসিও জানিয়েছেন।

কিন্তু আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত ৩টায় যে ঘটনা ঘটেছে, এরপর মেসি আর তাঁর মনে নিউয়েলস বয়েজে খেলার ইচ্ছাটা ধরে রাখবেন কি না কে জানে! মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল।মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিল এ রকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: