
টস জিতে বল করতে নামা বাংলাদেশ দলকে প্রথম ব্রেক থ্রু দেন ডানহাতি পেসার তাকসিন আহমেদ। শান্তর দুর্দান্ত ক্যাচে ফিরে যান ইংলিশ ওপেনার ফিল সল্ট। এরপর ডেভিড মালান ও জেসন ভিন্সকে একশ’র মধ্যে তুলে নেয় বাংলাদেশ। তবে ওপেনার রয় সেঞ্চুরি করে খেলছেন।
ইংল্যান্ড ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জেসন রয় ১০৪ বলে ১০০ রান করে খেলছেন। ১২টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গী জস বাটলার ২৯ রানে খেলছেন।
এর আগে ফিল সল্ট ৭ করে আউট হয়েছেন। ডেভিড মালান ১১ রান করে মিরাজের বলে ফিরেছেন। ভিন্সকে তুলে নিয়েছেন তাইজুল।
আপনার মূল্যবান মতামত দিন: