ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লোককবি বিজয় সরকারের জন্মবার্ষিকী উৎসব আগামীকাল শুরু

Admin 1 | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৩৪

Admin 1
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৩৪

অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার কবিয়াল বিজয় সরকার প্রায় এক হাজার আটশ’ গান রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে...। এই পৃথিবী যেমন আছে/ তেমনি ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে...। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা’।

 

উপমহাদেশের প্রখ্যাত লোককবি বিজয় সরকারের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী উৎসব শুরু হবে আগামীকাল। বিজয় সংসদের আয়োজনে শুক্রবার কবির জন্মভিটা জেলার সদর উপজেলার ডুমদীতে লোকউৎসব ও বিজয় ভক্তদের মিলন মেলা বসবে। এতে ভারতসহ দেশ-বিদেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক ও লোকজ সংস্কৃতির পুরোধাগণ অংশগ্রহণ করবেন।
জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আহবায়ক অ্যাডভোকেট ওমর ফারুক জানান, এ উৎসবে লোককবি বিজয় সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, বিজয় গীতি পরিবেশন, জারিগান ও কবিগানের আসর অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: