ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সাকিব,মুশফিক ও শান্তর ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৩:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৩:০৮

মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।১ বল হাতে থাকতেই ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে এই লড়াকু পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ লিটন, স্যাম কারানের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন শূন্য রানে। দলীয় ১৬ রানে আউট হয়েছেন তামিম। কারানের বলে লেগ সাইডে ফ্লিক শট খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে নিজের উইকেট হারিয়েছেন তামিম। এরপর দলীয় ১১৫ এবং ১৬৩ এর মধ্যে দুই সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ আউট হলে আবারও ৫০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে বাকি ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে দলের হাল ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। আফিফ হোসেন কিংবা মেহেদী হাসান মিরাজ, কেউই তাঁর সঙ্গ দিতে পারেনি। যার ফলে ২৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। টাইগারদের হয়ে সাকিব আল হাসান খেলেছেন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস।

ইংলিশদের হয়ে জোফরা আর্চার নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন: