odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

চট্টগ্রামে বাসের উপর ট্রেনের ইঞ্চিনের ধাক্কা,নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ March ২০২৩ ১১:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ March ২০২৩ ১১:০৩

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানিয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তাঁদের মধ্যে আজিজুল রেলের পয়েন্টসম্যান এবং অপর দুজন বাসযাত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত দুই বাসযাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।পরিদর্শক সাদিকুর জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান অধিকার পত্রকে বলেন, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য একটি ইঞ্জিন যাচ্ছিল। এই সময় সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপরে চলে আসে। তখন রেলের ইঞ্জিন সেটিতে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: