ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পৃথিবীর শীর্ষ ১০ ধনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৩ ২২:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩ ২২:৪৯

বিলিওনিয়ার বা শতকোটিপতিরা খুবই ক্ষমতাবান মানুষ। পৃথিবীজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর তাঁদের যে শুধু বিপুল প্রভাব থাকে, তা-ই নয়, তাঁদের বড় ভূমিকা রাখেন আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে, গণমাধ্যম, পরোপকার এবং এমনকি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও।

১) বার্নার্ড আরনল্ট
সম্পদের পরিমাণ: ২১ হাজার কোটি ডলার
উৎস: এলভিএমএইচ/লাক্সারি পণ্য
বয়স: ৭৩
বসবাস: প্যারিস
নাগরিক: ফ্রান্স

২) ইলন মাস্ক
সম্পদ: ১৯ হাজার ৬৫০ কোটি ডলার
উৎস: টেসলা, স্পেসএক্স, টুইটার
বসবাস: অস্টিন, টেক্সাস
নাগরিক: ইউএস

৩) জেফ বেজোস
সম্পদের পরিমাণ: ১১ হাজার ৭৪০ কোটি ডলার
উৎস: অ্যামাজন
বয়স: ৫৯
বসবাস: মেডিনা, ওয়াশিংটন
নাগরিক: ইউএস

৪) ল্যারি এলিসন
সম্পদের পরিমাণ: ১১ হাজার ২৩০ কোটি ডলার
উৎস: ওরাকল
বয়স: ৭৮ বছর
বসবাস: লানাই, হাওয়াই
নাগরিক: ইউএস

৫) ওয়ারেন বাফেট
সম্পদের পরিমাণ: ১০ হাজার ৬৪০ কোটি ডলার
উৎস: বার্কশায়ার হ্যাথাওয়ে
বয়স: ৯২ বছর
বসবাস: ওমাহা, নেব্রাস্কা
নাগরিক: ইউএস

৬) বিল গেটস
সম্পদের পরিমাণ: ১০ হাজার ৪৯০ কোটি ডলার
উৎস: মাইক্রোসফট, বিনিয়োগ
বয়স: ৬৭ বছর
বসবাস: মেডিনা, ওয়াশিংটন
নাগরিক: ইউএস

৭) কার্লোস স্লিম হেলু
সম্পদের পরিমাণ: ৮ হাজার ৯৯০ কোটি ডলার
উৎস: টেলিকম, বিনিয়োগ
বয়স: ৮৩ বছর
বসবাস: মেক্সিকো সিটি
নাগরিক: মেক্সিকো

৮) মুকেশ আমবানি
সম্পদের পরিমাণ: ৮ হাজার ৩৩০ কোটি ডলার
উৎস: পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ
বয়স: ৬৫
বসবাস: মুম্বাই, ভারত
নাগরিক: ভারত

৯) স্টিভ বালমার
সম্পদের পরিমাণ: ৮ হাজার ৯০ কোটি ডলার
উৎস: মাইক্রোসফট, বিনিয়োগ
বয়স: ৬৬ বছর
বসবাস: হান্টস পয়েন্ট, ওয়াশিংটন
নাগরিক: ইউএস

১০) ফ্রঁসোয়াজ বেটেনকোর্ট মায়ার্স
সম্পদের পরিমাণ: ৮ হাজার ৭০ কোটি ডলার
উৎস: লরিয়াল
বয়স: ৬৯ বছর
বসবাস: প্যারিস, ফ্রান্স
নাগরিক: ফ্রান্স



আপনার মূল্যবান মতামত দিন: