ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাবিতে সংর্ঘষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৮:৪৭

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৮:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ বিষয়ে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল অফিস সময়ে কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হবে বলে জানান তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: