odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৮ March ২০২৩ ১৭:২২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৮ March ২০২৩ ১৭:২২

ওবায়দুল হক খান:

শতাব্দীর মহানায়ক, রাজনীতির মহাকবি, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার ১৭ মার্চ ২০২৩ তারিখ সকাল সাড়ে ৭ টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ৩ টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন) কাকরাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি।

সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও এর আওতাধীন বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: