odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

গায়িকা চিন্ময়ী শ্রীপদা ভক্তদের দিলেন যৌন পরামর্শ’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ March ২০২৩ ২৩:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ March ২০২৩ ২৩:৩২

গায়িকা চিন্ময়ী শ্রীপদা বরাবরই ভক্তদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা করেন খোলামেলা সব প্রসঙ্গেও। এইবার নিজের ফলোয়ারদের যৌন পরামর্শ দিলেন চিন্ময়ী। সেই সঙ্গে জানালেন পর্নোগ্রাফি দেখে যৌনতা শেখা থেকে বিরত থাকতে।

চিন্ময়ী বলেন, প্রথমবার সঙ্গমে লিপ্ত হওয়ার পর মেয়েদের রক্তপাত হলে যে সকল পুরুষ তার সঙ্গীকে বাহবা জানান তাদের লজ্জিত হওয়া উচিত বলেও মনে করেন শ্রীপদা। এছাড়া সেই সকল মেয়েদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং খোলাখুলি এটা নিয়ে কথা বলা। কারণ এটা স্বাভাবিক নয়।

সঙ্গমের সময় রক্তপাতের অর্থ এই নয় যে সেই নারী ভার্জিন। হতে পারে তিনি ‘ভ্যাজিনিসমাস’ নামক শারীরিক পরিস্থিতির শিকার। নিজের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তা জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: