odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

আর সিনেমা করবেন না : এনটিআর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ March ২০২৩ ০১:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ March ২০২৩ ০১:১৫

‘সিনেমা করা ছেড়ে দেবেন’ বলে হুমকি দিলেন জনপ্রিয় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। অভিনেতা সম্প্রতি একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন ।

সম্প্রতি অভিনেতা বিশ্বক সেনের আসন্ন সিনেমা ‘দাস কা ধামকি’-এর প্রাক-প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এনটিআর। হায়দ্রাবাদের সেই অনুষ্ঠানে বেশ বিরক্ত হয়ে জুনিয়র এনটিআর বলেছেন, “আমি কোনো সিনেমা করছি না। আপনারা যদি বারবার জিজ্ঞাসা করেন, আমি সিনেমা করা বন্ধ করে দেব।” একই অনুষ্ঠানে, জুনিয়র এনটিআর এক ভক্তের আচরণে ক্ষুদ্ধ হয়েছিলেন। অনুষ্ঠানে প্রবেশের সময় একজন ভক্ত তাকে পেছন থেকে টেনে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: