odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

গ্রেজুয়েশন শেষ করলেন সাবিলা নূর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ March ২০২৩ ০০:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ March ২০২৩ ০০:৫৩

সাবিলা নূর নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরে পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। এবার এই অভিনেত্রী প্রমাণ করলেন– অভিনয়ের মতো একাডেমিক শিক্ষায়ও কোনোভাবে পিছিয়ে নেই তিনি। সম্প্রতি ইংরেজি সাহিত্যে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। যার সুবাদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে সাবিলা নূরকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-
এ ভূষিত করা হয়।

তিনি বলেন, ‘এই অর্জনে আমি গর্বিত। কারণ আমি জানি, অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি। কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।’ তিনি আরও বলেন, “৩ দশমিক ৯৭ সিজিপিএ নিয়ে ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক সম্পন্ন করতে পেরে একদিকে যেমন আনন্দিত, তেমনি সম্মানিত বোধ করছি ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে। এই সাফল্যের জন্য প্রত্যেক শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ।



আপনার মূল্যবান মতামত দিন: