ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

২৫শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে জবিতে প্রদীপ প্রজ্জ্বলন

জবি প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৬:০৬

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৬:০৬

২৫শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

পরবর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: