ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০২:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০২:০৯

রমজানের শুরু থেকে দাম কমতে শুরু করেছে ব্রয়লার মুরগিতে। গত তিনদিনে বাজারভেদে ব্রয়লার মুরগি কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগি কেজিতে ২০-৩০ টাকা কমেছে। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, দেশের শীর্ষস্থানীয় চারটি বড় পোলট্রি কম্পানি খামার থেকে মুরগির দাম কমানোর পর খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। কাজী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড নামের এ চারটি কম্পানি এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে ১৯২ টাকায়। ভোক্তাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণেই ব্রয়লার মুরগির বাজারে এ অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে ব্রয়লার মুরগির দাম কমার তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: