ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আইপিএল খেলতে দিল্লিতে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০৪:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০৪:৩৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভাড়া করা বিমানে ভারতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ভারতে পৌঁছেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে একাদশে নেই মোস্তাফিজ।তবে আইপিএলে একাদশে না থাকলেও ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের খেলার সুযোগ থাকে।তবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ইমপ্যাক্ট ক্রিকেটারদের তালিকাতেও মোস্তাফিজের নাম নেই।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট।অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার।দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। 



আপনার মূল্যবান মতামত দিন: