-2023-04-05-12-28-00.jpg)
মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বেড়েছে। আজ বুধবার থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে চলাচল করবে মেট্রোরেল।নতুন সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।গত বৃহস্পতিবার ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এমএএন সিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সবকটি চালু হয়েছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএলের এমডি।তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে।
আপনার মূল্যবান মতামত দিন: