
সারা দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল (শুক্রবার) একযোগে বরণ করে নেয়া হবে বাংলা নববর্ষ ১৪৩০। সেই পরিপ্রক্ষিতে প্রতিবছরের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণের সময়সূচী প্রকাশ করেছে।
গত ৬ এপ্রিল (বৃহস্পতিবার) রেজিস্ট্রার প্রকৌশলী স্বাক্ষরিত বর্ষবরণ আয়োজনের বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়
তবে গতবারের ন্যায় এবারও পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান চলমান থাকায় আয়োজন সীমিত পরিসরে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১লা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের আয়োজনের অংশ হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবে। শোভাযাত্রার ব্যানারে উপাচার্য মহোদয়ের সাথে উপস্থিত থাকবে পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্যরা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সাথে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থাকবে।
সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সংগীত বিভাগের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি নাট্যকলা বিভাগের আয়োজন হিসেবে একটি নাটক মঞ্চায়িত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: