
বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) জবির ব্যবস্থাপনা বিভাগে এ আয়োজন করা হয়। জবিস্থ বরিশাল জেলার নবীন শিক্ষার্থীদের ফুল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মো: সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, জহির উদ্দিন খসরু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ছাত্র-ছাত্রীদের যে কোন প্রয়োজনে, সংকটে, সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রোগ্রামে উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী বলেন, আমি নিজেই বরিশালের সন্তান সুতরাং বরিশালের সকল শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিকতা সহযোগিতা সবসময় ছিল আছে এবং থাকবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সফলতা কামনা করছি।
এ সময় উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, দক্ষিন বঙ্গ বরিশালে জন্ম নেওয়া শেরেবাংলা থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির অনেক স্বনামধন্য ব্যক্তিদের জন্মস্থান। আমরা বাংলার ইতিহাসের দিকে তাকালে বাংলাদেশের স্বর্ণাক্ষরে যে সকল কবি সাহিত্যিক রাজনীতিবিদ দার্শনিক দেখতে পাই তাদের অনেকেই বরিশালের সন্তান। তাই আমি নিজেও এই অঞ্চলের প্রতি গভীর ভালোবাসা রাখছি এবং বরিশালের শিক্ষার্থী পাশে থেকে কাজ করার প্রত্যায় রাখছি।
বরিশাল জেলা ছাত্র পরিষদ, জবির অন্যতম উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা, তরুণ উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, এইচ এম কিবরিয়া বলেন, আমরা বরিশাল জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে অতি শীঘ্রই সমস্ত শিক্ষার্থীদের ডাটা একত্রিত করে তাদের কর্ম দক্ষতা বাড়ানোর জন্য এবং কর্মজীবনে সফল হওয়ার জন্য পরীক্ষণ দেওয়ার মাধ্যমে ডিজিটাল ডাটাবেজ আমরা নিশ্চিত করব। এই ডাটাবেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক সকল ছাত্রছাত্রীদের ডাটা অন্তর্ভুক্ত থাকবে এবং সেই ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রবীণ এবং নবীন ছাত্রদের সমন্বয় সাধন করে শিক্ষার্থীদের ক্যারিয়ার যেন সফল হতে পারে সেজন্য কাজ করবো ইনশাআল্লাহ।
বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবির সম্মানিত উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সহকারী ব্যবস্থাপক পেট্রো বাংলা, তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, বরিশাল জেলা ছাত্রকল্যাণের সুন্দর একটি গঠনতন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সে স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষার্থী তৈরি করার জন্য কাজ করবে এবং চতুর্থ শিল্প বিপ্লবে সফল হওয়ার জন্য কাজ করবে।
বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ,জবির উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এসআই সোহেল রানা বলেন, বরিশালের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের সবাইকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আমাদের প্রোগ্রামকে শুধু ইফতার পার্টির মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ছাত্রবান্ধব কাজ করতে হবে। বরিশালের যে সকল শিক্ষার্থীরা অসহায় মেধাবী দরিদ্র আছে তাদেরকে চিহ্নিত করে পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালক, বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জবির সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম হিমু বলেন, বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি।
তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পথচারীদের ইফতার বিতরন,নবীন বরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা বরিশাল জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবো ইনশাআল্লাহ।
সমাপনী বক্তব্যে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, আমরা নবীনদের এক হাতে গোলাপ ও রজনীগন্ধা এবং অন্য হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলাম। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনাকে ধারণ করে গরিব অসহায় ও দুস্তদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের আজকের প্রোগ্রাম সম্পন্ন করলাম। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, শুধু বরিশাল না বিশ্ববিদ্যালয়ের যেকোনো এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
আপনার মূল্যবান মতামত দিন: