odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

ত্বকের যত্নে তরমুজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৮:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৮:৪১

 তরমুজের রস  শরীরের পাশাপাশি ত্বকেও আর্দ্রতা বজায় রাখে।  ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে এই ফল। তরমুজের নির্যাস দিয়ে তাই ফেস স্ক্রাবিং করতে পারেন।

তরমুজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, লাইকোপিন উপাদান রয়েছে। এই সব উপকরণ ত্বকের ক্ষয়ক্ষতি রুখতে সাহায্য করে, কালচে দাগছোপ দূর করে, ত্বকে উজ্জ্বলতা ফেরায়।

ত্বকের উপর ডেড স্কিন সেল জমে গেলে ত্বক দেখতে যেমন বাজে লাগে তেমনই রুক্ষ, শুষ্ক, খসখসে ভাব বোঝা যায়। এই সমস্যা দূর করে তরমুজ। এই ফল


যাদের ত্বক তৈলাক্ত তারা সারাবছরই ব্রনের সমস্যায় ভোগেন। এই সমস্যা দূর করতে বা কমাতেও কাজে লাগে তরমুজ। ব্রনের সমস্যা কমাতে তরমুজের বীজ কাজে লাগে। কারণ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। এই খনিজ হরমোনের তারতম্য ঠিক রাখে এবং ব্রনের সমস্যা কমায়।




আপনার মূল্যবান মতামত দিন: