odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

নেপালে মেডিটেশন প্রোগামে আমির খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ০৩:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ০৩:০১

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অভিনেতা আমির খান। তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত তারকা। আমির মানেই হিট ছবি। কিন্তু আমিরের শেষ দুই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় মিস্টার পারফেকশানিস্ট অনেকটাই হতাশ হয়েছেন। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে রয়েছেন আমির।

শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও আমিরকে বেশ ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙেছে, পাশাপাশি আরেক অভিনেত্রী ফাতিমার সঙ্গে তার প্রেম নিয়েও গুঞ্জন ছড়িয়েছে বারবার। আপাতত সব কিছু থেকে শান্তির খোঁজে নেপালে গেছেন আমির খান।

জানা গেছে ১০ দিনের মেডিটেশন প্রোগামের জন্য নেপাল পাড়ি দিয়েছেন আমির। কাঠমান্ডুর বুধানীলকণ্ঠে বিপশ্যনা ধ্যানে মগ্ন হবেন আমির। সংস্কৃতে বিপশ্যনা মানে কোনোকিছুকে ‘বিশেষ ভাবে দেখা’। এটি মূলত আত্মশোধনের একটি পদ্ধতি। 




আপনার মূল্যবান মতামত দিন: