odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

৭৯ বছর  বয়সে বাবা হলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:৩৮

 অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোর  ৭৯ বছর বয়সে ফের বাবা হলেন। প্রথম সন্তান কন্যা ড্রেনার বয়স এখন ৫১ বছর।

 তার আসন্ন ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নেন তিনি। কথা বলেন পিতৃত্ব নিয়েও। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন তিনি। এ সময় সঞ্চালক বলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’

যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি।

 


আপনার মূল্যবান মতামত দিন: