odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

চবির ভর্তি পরিক্ষায় বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রি বাস সার্ভিস

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ১৬ May ২০২৩ ২০:০৫

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ May ২০২৩ ২০:০৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি বছরের ধারাবাহিকতায় বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ফ্রি বাস সার্ভিস শুরু হয়েছে।

আজ ১৬ মে থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় এবার বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় চারশত শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন করেছে। আজ ভর্তি পরীক্ষার শুরুতে শহরের ষোলশহর স্টেশন সংলগ্ন শপিং কমপ্লেক্স উত্তর গেইটে "ফ্রি বাস সার্ভিস ২০২৩" উদ্বোধন করেন অত্র আসনের মাননীয় সাংসদ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, অত্র সংগঠনের উপদেষ্টা মো.মিজানুর রহমান খান সহ বর্তমান সভাপতি ফজলুল কাদের ও সাধারণ. সম্পাদক কফিল উদ্দিন।

সংক্ষিপ্ত বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন,এধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এই সংগঠনের সকল কর্মকান্ডে আমি আপনাদের সাথে আছি। উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। উল্লেখ্য, আজকের প্রথম দিনের "এ"ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৫০জনের বেশি শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে।





আপনার মূল্যবান মতামত দিন: