ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ঢাকা ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৩ ২২:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩ ২২:৪৬

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান স্বৈরাচারী কায়দায় ওয়াসাকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছেন। এ ছাড়া ওয়াসাকে তিনি নানা অনিয়ম, অপচয় ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

এমন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফা। এ প্রসঙ্গে ওয়াসা চেয়ারম্যান বলেন, ঢাকা ওয়াসায় বর্তমানে অনিয়ম-দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি কোনো নিয়ম-কানুন মানেন না। ওয়াসা বোর্ডকেও তিনি কোনো পাত্তা দেন না। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় তিনি ওয়াসা চালাচ্ছেন। এ বিষয়টিই আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি। আশা করি তারা এ বিষয়ে সুদৃষ্টি দেবেন। এ প্রসঙ্গে জানতে ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানকে একাধিকবার ফোন করা ও মোবাইলে মেসেজ দিলেও তিনি সাড়া দেননি।



আপনার মূল্যবান মতামত দিন: