ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

‘রাশিয়ায় ঢুকে ইউক্রেনীয় বাহিনীর ট্যাঙ্ক হামলা’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৭:৩০

রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ দাবি করেছেন, ইউক্রেনের একটি নাশকতাকারী দল সীমান্তবর্তী গ্রেইভোরন জেলায় রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে।  গ্ল্যাডকভ বলেছেন, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী, বর্ডার সার্ভিস, ন্যাশনাল গার্ড এবং এফএসবি শত্রুদের নির্মূলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনীয় নাশকতাকারীদের বের করে দেওয়ার কাজ চলছে। বেলগোরোডে ইউক্রেনীয় মিশনের উদ্দেশ্য বাখমুতের দিক থেকে মনোযোগ সরানো এবং আর্টেমভস্কের (বাখমুতের রুশ নাম) ক্ষতির রাজনৈতিক প্রভাব কমিয়ে আনা।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে কিয়েভ।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: