odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

সেলেনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবারের নগ্ন ছবি!

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৯ August ২০১৭ ১৭:২৫

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৯ August ২০১৭ ১৭:২৫

গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজের (২৫)  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিই সোমবার রাতে হ্যাকিংয়ের শিকার হয়েছে। ফলে এটি কিছু সময়ের জন্য হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবারের নগ্ন ছবি পোস্ট করে হ্যাকাররা।

হ্যাকাররা যেসব কিছুর রদবদল ঘটায় তা ঠিক করার পর অ্যাকাউন্টটি ফের সেলেনার ১৫০ মিলিয়ন অনুসারীর জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সূত্র : হিন্দুস্থান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন: