ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৩ ২১:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৩ ২১:৫৯

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ মামলা করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর গ্রামীণ টেলিকম পরিদর্শন করেছে। পরিদর্শনে গিয়ে অধিদফতর গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের তথ্য পেয়েছে। এর মধ্যে ১০১ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিককে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: