odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডা. সাবরিনা শারমিনের হাইকোর্টে জামিন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ June ২০২৩ ০৪:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ June ২০২৩ ০৪:১১

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার তাকে জামিন দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আইনজীবী মাসুদুল হক সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি না হওয়া পর্যন্ত সাবরিনা শারমিন হোসেনকে জামিন জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করেছেন। বাকি মামলাগুলোতেও তিনি জামিনে আছেন। এ জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।



আপনার মূল্যবান মতামত দিন: