odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

আফতাব উদ্দিন আহম্মেদ’র মৃত্যুতে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শোক

gazi anwar | প্রকাশিত: ৭ September ২০১৭ ২৩:৩১

gazi anwar
প্রকাশিত: ৭ September ২০১৭ ২৩:৩১


অধিকার পত্র ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক, সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বাফুফে’র সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মহি’র বাবা সাবেক সহকারী সচিব আফতাব উদ্দিন আহম্মেদ (৮৫) অার নেই।  

তিনি আজ বৃহস্পতি সকাল ৯.০০ টায় বার্ধ্যক জনিত কারনে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি............... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ বাদ বাদ আসর টিকাটুলী জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে যানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়।

জানাযায় সমবেত যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ


এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি’র বাবা সাবেক সহকারী সচিব আফতাব উদ্দিন আহম্মেদ (৮৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কেন্দ্রীয় যুবলীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মহি’র সঙ্গে জানাযায় উপস্থিত অন্যান্য নেতৃত্ববৃন্দ।


মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, যুবলীগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো: আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শাহ জালাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগ সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: