ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্বের সবচেয়ে বড় রুবি বিক্রি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৩ ২২:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ২২:৪৫

রেকর্ড দামে বিক্রি হয়েছে এখন পর্যন্ত নিলামে উঠা বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্নপাথর)। গত বৃহস্পতিবার নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে সোথবিস নামে এক প্রতিষ্ঠান।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ ডলারে বিক্রি হয়েছে রুবিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭৬ কোটি ৫৯ লাখ টাকার সমান। নিলামে বিক্রি হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় ও দামি রুবি এটাই।

গত বছরের জুলাই মাসে মোজাম্বিকের খনি থেকে তোলার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। এটাকে পরে কেটে ও পলিশ করে ৫৫ দশমিক ২ ক্যারেটে রূপ দেওয়া হয়। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: