ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঈদুল আজহার ছুটি একদিন বাড়ল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ২২:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ২২:৩৩

নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল। মানুষের ঈদ যাত্রায় স্বস্তি রাখতে ছুটি বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচ দিন হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: