odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

১৩০টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ঐক্যজোটের ঘোষনা

ডেক্সবার্তা | প্রকাশিত: ১৩ September ২০১৭ ২০:৪২

ডেক্সবার্তা
প্রকাশিত: ১৩ September ২০১৭ ২০:৪২

বাংলাদেশে ১৩০ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐক্যজোটের ঘোষনা দিয়েছে। বুধবার শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সিগন্যাল হলে  বিকেলে বিশিষ্ট গবেষক, কবি, লেখক, সাধক প্রাকৃতজ শামীম রুমি টিটন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষনা দেয়া হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক কবি, সাহিত্যিদের অংশগ্রহনে মূখরিত হয়ে উঠে। সভায় সামাজিক কবিদের অধিকার নিয়ে সংশয় প্রকাশ করে বক্তারা বলেন, আমরা মানুষের মনে প্রশান্তির জন্য আমাদের সমস্ত সুখ বিসর্জন দিয়ে কবিতা, গান রচনা করি। এতে পাঠক পুলকিত ও আনন্দিত হয়। পক্ষান্তরে আমাদের নুন্যতম সম্মানটুকু দেয়া হয় না। এজন্য  আমাদের কোন ক্ষোভ নাই। আমরা যদি মানব সেবায় নিজেকে উৎসর্গ করি তাতেও যদি মানুষ নুন্যতম প্রশান্তি অনুভব করে, তাহলেই আমাদের সকল কার্যক্রম স্বার্থক হবে। আমরা চাই শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠুক সাংস্কৃতিক অঙ্গ, ভরে উঠুক নিজ মহিমায়। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে ১৩০ টি সংগঠনকে একই সূতায় গেঁথে একটি ঐক্যজোট তৈরি করায় বিশিষ্ট গবেষক, কবি, লেখক, সাধক প্রাকৃতজ শামীম রুমি টিটন-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: