_copy_640x360-2023-06-21-16-07-55.jpg)
কোনো ধরনের মোটরযান ছাড়াই বিশ্ব ভ্রমণ করে তাক লাগিয়ে দিয়েছেন কানাডীয় এক ফায়ার ফাইটার। প্রায় ৮০ হাজার কিলোমিটারের মহাকাব্যিক এক ভ্রমণ শেষে আগামী মাসে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে ২০১৫ সালের ১৩ জুলাই টরন্টোর বাড়ি ছেড়েছিলেন মার্কাস পুকোনেন।
একটি টেকসই বিশ্ব প্রতিষ্ঠার সমর্থনে পুকোনেন হেঁটে, পা চালিত নৌকা, পালতোলা নৌকা ও সাইকেলে করে ২৯টি দেশ ঘুরছেন। পুকোনেন তাঁর মহাকাব্যিক অ্যাডভেঞ্চার সম্পর্কে বলেন, আমি আমার ভ্রমণে বিমান, ট্রেন, গাড়ি, এমনকি লিফটও ব্যবহার করিনি।
এ ভ্রমণের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি কানাডায় দাবানলের বিরুদ্ধে লড়াই করছিলাম। একদিন বাবা ফোন করে জানালেন, তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় (এক ধরনের ক্যান্সার) আক্রান্ত। এর প্রায় ছয় মাস পরে তিনি মারা যান।’
আপনার মূল্যবান মতামত দিন: