ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

মহাসড়কে কোনো হাট বসবে না: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২১:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ২১:৪১

কোনোভাবেই মহাসড়কে পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সেই সঙ্গে ইজারাদাররা পশুর হাটে গরু নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি হেডকোয়ার্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়সভায় এ হুশিয়ারি দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কোনোভাবেই যাতে মহাসড়কে গরুর হাট বসতে না পারে, সে জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচায় জালটাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। এ ছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: