odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 28th January 2026, ২৮th January ২০২৬
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু; উদ্ধারে লড়ছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে শিশু নিখোঁজ | উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

odhikarpatra | প্রকাশিত: ২৮ January ২০২৬ ১৯:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ January ২০২৬ ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম:
চট্টগ্রামের রাউজানে একটি মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের এক শিশু।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশুটির নাম মিসবাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় শিশুটি হঠাৎ গভীর নলকূপের সরু গর্তে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় লোকজন বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। এক যুবককে ভিডিওতে চিৎকার করে শিশুটিকে লাঠি ধরে রাখার অনুরোধ করতে শোনা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার কাজে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অংশ নিয়েছে।

তবে গর্তটি কতটা গভীর এবং শিশুটি ঠিক কত নিচে আটকা পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, কীভাবে শিশুটি গর্তে পড়ল তা এখনো স্পষ্ট নয়। তবে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। ঘটনাস্থলে প্রচুর উৎসুক জনতা ভিড় করায় উদ্ধারকাজে সাময়িক বিঘ্ন ঘটছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে রাজশাহীর তানোরে অনুরূপ এক ঘটনায় ২ বছরের এক শিশুর মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল। রাউজানের এই ঘটনায় শিশু মিসবাহকে জীবিত উদ্ধার করা যাবে—এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন: