_copy_640x360-2023-06-26-12-07-09.jpg)
ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে দুই বছর বয়সী একটি হিন্দু শিশুকে জিহ্বায় অস্ত্রোপচারের পরিবর্তে খৎনা করানো হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
বিষয়টি তদন্তে উত্তরপ্রদেশ সরকার স্বাস্থ্য বিভাগের একটি দলকে সেখানে পাঠিয়েছে।
শনিবার এক টুইটে ইউপির উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, বেরেলি জেলার এম খান হাসপাতালে শিশুর জিহ্বার অপারেশনের পরিবর্তে খৎনা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আমি সেখানে জেলার এসিএমও সহ স্বাস্থ্য বিভাগের একটি দল পাঠিয়েছি বিষয়টি তদন্ত করতে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে ওই ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই হাসপাতালটিও সিলগালা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: