ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সেনাবাহিনীর তিন কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৪:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৪:৫৭

পাকিস্তান সেনাবাহিনীর তিন উচ্চপদের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে চালানো সহিংসতা থেকে সামরিক স্থাপনা রক্ষায় ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


সোমবার সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের বরখাস্তের বিষয়টি জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। বাকি দু’জনের পদমর্যাদা জানাননি আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, গত ৯ মের ঘটনায় আত্মজবাবদিহিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে ওই তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আরও ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কী ব্যবস্থা নেওয়া হয়েছে, স্পষ্ট করেননি তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: