odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

জামায়াতের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ June ২০২৩ ১৬:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ June ২০২৩ ১৬:৪০

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল, সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

গতকাল সোমবার তরীকত ফেডারেশনের নেতা মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, ‘আগামী ৩১ জুলাই আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।’ 

রেজাউল হক চাঁদপুরীসহ তরীকত ফেডারেশনের কয়েকজনের আবেদনে এক দশক আগে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিলেন হাইকোর্ট।

তারপর থেকে জামায়াত দলীয় পরিচয়-প্রতীক নিয়ে কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। সেই আবেদন আপিল বিভাগে বিচারাধীন।



আপনার মূল্যবান মতামত দিন: