odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

রোহিঙ্গাদের নিয়ে দেশে অপরাজনীতি হচ্ছে: ইনু

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৮ September ২০১৭ ১৯:৪৪

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৮ September ২০১৭ ১৯:৪৪


রোহিঙ্গা সমস্যাকে ব্যবহার করে দেশে অপরাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণেই রোহিঙ্গা সমস্যা শোচনীয়, ত্রাণ দিতে পারছে না সরকার। তিনি বলেন, বেগম জিয়ার কথা শুনে মনে হয় এই মানবিক বিপর্যয় নিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি সমগ্র বিশ্ব এবং জাতিসংঘ যে ব্যাপক তৎপরতায় কাজ করছে, তা তিনি দেখতে পারছেন না বা দেখতে চাচ্ছেন না। বরং জঙ্গি দমন আন্দোলনকে দুর্বল করার জন্য রোহিঙ্গা সমস্যা ব্যবহার করাই তার চক্রান্ত।
তাতে এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে, কোনো সমাধান তার কাম্য নয়, বরং রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে সরকারকে ঘায়েল করার এক চক্রান্তের জাল বোনার ব্যর্থ চেষ্টা করছেন খালেদা জিয়া। সাম্প্রদায়িকতার জিগির তুলে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ খুঁজছেন তিনি। রোহিঙ্গা সমস্যা জাতিগত সমস্যা, কোনো ধর্মীয় সমস্যা নয়- উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফেরত পাঠানো এবং নিরাপত্তা মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশে পুনর্বাসনই এ সমস্যার একমাত্র সমাধান। এ জন্য তাদের দেশে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার বিকল্প নেই। আর আমাদের সরকার এ বিষয়ে সামরিক নয়, কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী।
তথ্যমন্ত্রী বলেন,দ্বিপাক্ষিক কূটনীতির সঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক তথা আন্তর্জাতিক কূটনৈতিক সমাধানের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব বিবেক আমাদের সঙ্গে রয়েছে। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় শরণার্থীদের নিরাপদে প্রত্যাবাসন করা সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন: