_copy_640x360-2023-06-27-22-00-16.jpg)
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়েদার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীর সামরিক পোস্টকে লক্ষ্য করে মঙ্গলবার বিমান হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা ও একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়া এলাকায় এ বিমান হামলার দুই দিন আগে একই প্রদেশের একটি ব্যস্ত সবজির বাজারে আরেকটি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়।
মঙ্গলবারের বিমান হামলার বিষয়ে সিরিয়া বা রুশ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: